বঙ্গবন্ধু স্কলার নির্বাচিত হলেন জাবির পূজা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী প্রীথুলা প্রসূন পূজা ‘বঙ্গবন্ধু স্কলার’ নির্বাচিত হয়েছেন। কলা ও মানবিক বিভাগ থেকে পূজা বঙ্গবন্ধু স্কলার নির্বাচিত হন। তিনি বিশ্ববিদ্যালয়টির দর্শন বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী ও বেগম সুফিয়া কামাল হলের আবাসিক ছাত্রী।
পূজা ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ৭ জন বঙ্গবন্ধু স্কলার নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এবং খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) থেকে একজন করে শিক্ষার্থী এ সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন।
গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নাসরীন আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বঙ্গবন্ধু স্কলার নির্বাচিত হওয়ায় নিজের অনুভূতি প্রকাশ করে প্রীথুলা প্রসূন পূজা এনটিভি অনলাইনকে বলেন, ‘দেশের খ্যাতনামা সকল প্রতিষ্ঠান হতে নির্বাচিত ১৩ জনের একজন হতে পেরে আমি আনন্দিত।’
পূজা বলেন, ‘বঙ্গবন্ধুর জীবনদর্শন সর্বস্তরের মানুষের কাছে প্রচারপূর্বক তাঁর জীবনাদর্শে এদেশের মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এ ধরনের মহতী উদ্যোগ সময়ের দাবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এই ধরনের আরও অনেক আয়োজনে আমরা ভবিষ্যতেও শামিল হতে পারব বলে আশা করি।’
পূজাকে অভিনন্দন জানিয়ে দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক এএসএম আনোয়ারুল্লাহ ভূঁইয়া বলেন, ‘শিক্ষার্থীদের সাফল্যগুলো আমাদের সব সময় পুলকিত করে। পূজার এ অর্জন বিভাগের অন্যদের অনুপ্রাণিত করবে। আমি তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করি।’
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গত বছর সরকার বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১৩ জন মেধাবী শিক্ষার্থীকে বঙ্গবন্ধু স্কলার নির্বাচন ও বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নেয়। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ যৌথভাবে এ উদ্যোগ গ্রহণ করে।