বশেমুরকৃবির শিক্ষা কার্যক্রম ও হল খোলার সিদ্ধান্ত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) সিন্ডিকেটের ১০১তম সভা আজ শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হলসমূহ খোলা ও শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতির বিষয়টি গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হয়। আজ সিন্ডিকেট সভায় সেই সিদ্ধান্তগুলোর অনুমোদন দেওয়া হয়।
গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া।
সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের হলসমূহ খোলা ও শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতি ও শিক্ষা কার্যক্রম শুরুর আগ পর্যন্ত অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামের (পিএইচডি) সব শিক্ষার্থী, আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম (বিএস) কৃষি, ফিশারিজ এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের শুধুমাত্র চতুর্থ বর্ষ এবং ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের চতুর্থ ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের জন্য ১৫ অক্টোবর সকাল থেকে হলগুলো খোলা এবং ১৮ অক্টোবর থেকে শিক্ষা কার্যক্রম শুরু হবে।
আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য ৫ নভেম্বর সকাল থেকে হলসমূহ খোলা এবং ৭ নভেম্বর থেকে শিক্ষা কার্যক্রম শুরু হবে। আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের দ্বিতীয় ও প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য ১৯ নভেম্বর সকাল থেকে হলসমূহ খোলা এবং ২১ নভেম্বর থেকে শিক্ষা কার্যক্রম শুরু হবে।
অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র থাকা সাপেক্ষে শিক্ষার্থীদের হলে অবস্থানের সুযোগ দেওয়া হবে। হলে প্রবেশের সময় আইডি কার্ড ও টিকা কার্ড প্রদর্শন বাধ্যতামূলক। তবে যাদের আইডি কার্ড নেই তারা সংশ্লিষ্ট হল প্রভোস্টের কাছ থেকে তাৎক্ষণিকভাবে সাময়িক আইডি কার্ড গ্রহণ করতে পারবে। শিক্ষার্থীদের সশরীরে শিক্ষা কার্যক্রম শুরুর আগ পর্যন্ত অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।
সভায় সিন্ডিকেট সদস্যদের মধ্যে সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল, সাংসদ বেগম মেহের আফরোজ চুমকি, সাংসদ আহসানুল ইসলাম (টিটু), শিক্ষাসচিব মো. মাহবুব হোসেন (অনলাইনে সংযুক্ত ছিলেন), বশেমুরকৃবির ট্রেজারার অধ্যাপক তোফায়েল আহমেদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. লুৎফুল হাসান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, বিএআরআইর মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম, ইউজিসি অধ্যাপক ও প্রাক্তন ভাইস-চ্যান্সেলর বশেমুরকৃবি অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান আকন্দ, বিশ্ববিদ্যালয় মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নার্গিস সুলতানা, বশেমুরকৃবি কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এম. ময়নুল হক এবং কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম তালুকদার সচিব হিসেবে উপস্থিত ছিলেন।