বিইউপির ভর্তি পরীক্ষা স্থগিত
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ভর্তি পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বিইউপির ভর্তি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। ভর্তি পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখও প্রকাশ করা হয়েছে।
এর আগে গতকাল সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়। আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।