ভুল কেন্দ্রে ৮০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী, পরীক্ষার সুযোগ দিল জবি প্রশাসন
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ভুলবশত চলে আসা অন্য কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।
এ বছর যেসব শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র হিসেবে পছন্দের তালিকায় রেখেছিলেন, তাঁদের রাজধানীর নয় কেন্দ্রে আসন বিন্যাস করা হয়। তবে, বেশ কয়েক জন শিক্ষার্থী ভুল করে নির্ধারিত কেন্দ্রে না গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে চলে আসেন। তখন প্রশাসন তাঁদের জন্য কক্ষ বরাদ্দ করে পরীক্ষার ব্যবস্থা করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘প্রায় ৮০ জন শিক্ষার্থী ভুলবশত জবি কেন্দ্রে চলে আসেন। তখন তাঁদের নির্ধারিত কেন্দ্রে যেতে হলে পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। তাই, এ বিবেচনায় তাঁদের জন্য এ কেন্দ্রেই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আলাদা উপস্থিতি শিটের ব্যবস্থাও করা হয়েছে।’