মধ্যরাতে ববি শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা, আহত ১১
মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ১১ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। হামলায় আহত শিক্ষার্থীরা বলছেন, গতকাল মঙ্গলবার সড়ক অবরোধের জের ধরে রাতে এই হামলার ঘটনা ঘটেছে। হামলার প্রতিবাদে আজ বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
জানা গেছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টায় নগরীর রূপাতলী এলাকায় সড়ক অবরোধকারী নেতা হিসেবে চিহ্নিত মাহমুদুল হাসান তমালের মেসে আক্রমণ করে কতিপয় পরিবহণ শ্রমিকেরা। এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তমালকে উদ্ধারে এগিয়ে আসেন পার্শ্ববর্তী বিভিন্ন মেসের শিক্ষার্থীরা। তখন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে আগত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়।
আহত শিক্ষার্থীরা হলেন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের নুরুল্লাহ সিদ্দিকী, রসায়ন বিভাগের এস এম সোহানুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের আহসানুজ্জামান, গণিত বিভাগের ফজলুল হক রাজীব, সমাজবিজ্ঞান বিভাগের আলীম সালেহী, বোটানি ও ক্রপ সায়েন্সের আলী হাসান, বাংলা বিভাগের মো. রাজন হোসেন এবং মার্কেটিং বিভাগের মাহবুবুর রহমান, মাহাদী হাসান ইমন,মিরাজ হাওলাদার ও সজীব শেখ।
আহতেরা সবাই বর্তমানে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে (পুরুষ) চিকিৎসাধীন।
এদিকে হামলার ঘটনার প্রতিবাদে আজ বুধবার সকাল ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস জানান, রাতে সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তিনিসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ। পরবর্তী সময়ে আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।
গতকাল মঙ্গলবার নগরীর রূপাতলী এলাকায় বিআরটিসি বাস কাউন্টারের স্টাফ বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীকে লাঞ্ছিত করে বলে জানা যায়। ওই ঘটনায় গতকাল দুপুর দেড়টা থেকে প্রায় দুঘণ্টা সেখানকার বাস টার্মিনালে অবরোধ করেন শিক্ষার্থীরা। পরবর্তী সময়ে রফিক নামের অভিযুক্ত স্টাফকে পুলিশ গ্রেপ্তার করলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।