মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি : ঢাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ
মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ব্যতিক্রমধর্মী প্রতিবাদ অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা।
ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, হল ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন। পাশাপাশি অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও।
এ সময় জনপ্রিয় কাওয়ালি গানের ব্যান্ড ‘সিলসিলা’ ও ‘কলরব শিল্পগোষ্ঠী’র শিল্পীসহ শতাধিক সাধারণ শিক্ষার্থীদের বেশকিছু বিখ্যাত নাতে রাসুল গাইতে দেখা যায়।
শিক্ষার্থীদের সম্মিলিত কণ্ঠে এ ‘তালা’আল বাদরু আ’লাইনা’ অনুষ্ঠানে অংশ নেওয়া ঢাবির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপু বলেন, ‘আমরা যেজন্য আজ এখানে দাঁড়িয়েছি, যে মানবতার মহানায়কের জন্য—তাঁর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহতায়ালাই দিয়েছেন। আমরা তাঁর সম্মানার্থে এখানে দাঁড়িয়েছি। তাঁকে অপমান করার ক্ষমতা কারও নেই। আর, যারা এ আয়োজন করেছে, তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।’
এদিকে, ফাইন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমরান হোসেন বলেন, ‘আমাদের সর্বশ্রেষ্ঠ মহানুভব রাসুল (সা.)-এর চরিত্র মহান আল্লাহতায়ালা নিজেই কোরআনে বলেছেন। বিভিন্ন যুগে রাসুল (সা.)-কে নিয়ে আগেও এ রকম হয়েছে, এখনও হচ্ছে এবং ভবিষ্যতেও হবে—এটাও কোরআনে বলা আছে। তবে, আমাদের ইমানি দায়িত্ব থেকে যতটুকু প্রতিবাদ করা দরকার, আমরা তা করব।’