মেডিকেলে ভর্তি পরীক্ষায় পাসের হার ৩৫.৩৪ শতাংশ
চলতি বছর মেডিকেল কলেজসমূহে (এমবিবিএস) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় ৪৯ হাজার ১৯৪ শিক্ষার্থী পাস করেছেন। শতকরা হিসেবে পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ।
আজ রোববার (১২ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
এর আগে গত শুক্রবার (১০ মার্চ) সারা দেশে ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার ১০০ নম্বরের এই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর মোট এমবিবিএস ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল এক লাখ ৩৯ হাজার ২১৭ জন। এরমধ্যে সরকারি-বেসরকারি মিলিয়ে ১০৮টি মেডিকেল কলেজে মোট আসন রয়েছে ১১ হাজার ১২২টি। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ১২ জন পরীক্ষার্থী।