ময়মনসিংহে পাসের হার ৯৫.৭১
ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে ২৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার প্রকাশিত ফলাফল বোর্ডের ওয়েবসাইট ও গণমাধ্যম কর্মীদের কাছে মেইল পাঠানো হয়েছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শামসুল ইসলাম স্বাক্ষরিত বার্তায় জানা যায়, এবারে পরীক্ষায় পাসের হার ৯৫ দশমিক ৭১ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে সাত হাজার ৬৮৭ জন। জিপিএ ৫ পাওয়ায় মেয়েরা এগিয়ে। চার হাজার ১২৩ জন মেয়ে জিপিএ ৫ পেয়েছেন। ছেলেরা পেয়েছেন তিন হাজার ৫৬৪ জন। এবারে ফরম পূরণ করেছিলেন ৭০ হাজার ৯৭৭ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৬৯ হাজার ২১৭ জন। কৃতকার্য হয়েছেন ৬৬ হাজার ২৫০ জন। মেয়ে পরীক্ষার্থী ছিল ৩৫ হাজার ৫৪৯ ও ছেলে পরীক্ষার্থী ৩৩ হাজার ৬৬৮ জন। পাসের হারে এগিয়ে নেত্রকোনা জেলা। একজন শিক্ষার্থীও কৃতকার্য হয়নি এমন প্রতিষ্ঠান একটি। ২৭৫ প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস হওয়া প্রতিষ্ঠান ২৯টি। ২০০০ সালের তুলনায় জিপিএ ৫ এবারে কম। গত বছর জিপিএ ৫ পেয়েছিলেন ১০ হাজার ৪০ জন।