যশোরস্থ জাবি অ্যালামনাই এসোসিয়েশন পুনর্মিলনী ১৩ জানুয়ারি
"হৃদয়ে হৃদয়ে মিলি বর্ণিল উচ্ছ্বাসে" এই শ্লোগানকে সামনে রেখে 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন, যশোর' আগামী ১৩ জানুয়ারি পুনর্মিলনী-২০২৩ উদযাপন করতে যাচ্ছে ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যশোরস্থ প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন, যশোর' ইতোমধ্যে নিবন্ধন শুরু করেছে। চলবে ৮ জানুযারি পর্যন্ত।
পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন আগামী ১৩ জানুযারি যশোরস্থ বিনোদিয়া ফ্যামিলি পার্কে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। নিবন্ধন ফি ধরা হয়েছে জনপ্রতি ১২০০ টাকা। আগ্রহীদের ৮ জানুয়ারির মধ্যে নিবন্ধন শেষ করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ: ০১৭২১ ৪৭৪৫৪৭ (সিদ্দিকী, ১৭, ভূগোল), ০১৭১১৯৫৯০১৪ (শহীদ, ২১, নৃবিজ্ঞান), ০১৭১২০৯১৭৭১ (সাগর,৩১, আই আর), ০১৭১১২১১৪৭৬ (মুরাদ, ৩২, বাংলা),০১৭১২৫৫৩৭৬২ (বাবু, ৩২, দর্শন), ০১৭২৩২০১৮১৯ (মঈন, ৩৫, বাংলা),০১৯১২৯৪১৬৪২ (রিফাত, ৩৯,) ০১৩০৯০৮৩০৮৯ (জয়, ৪১, রসায়ন)।
রেজিস্ট্রেশন ফি নিম্নরূপ: জাবিয়ান = ১২০০/-, স্পাউস = ৮০০/-, সন্তান = ৫০০/- (পাঁচ বছরের উর্ধ্বে বয়স), ড্রাইভার/অন্যান্য= ৫০০/-।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যশোরস্থ সকল প্রাক্তন শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।