রাবিতে সশরীরে ক্লাস ও পরীক্ষার সিদ্ধান্ত
দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে সশরীরে ক্লাস ও পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে বিভাগীয় সভাপতি, ডিন ও ইনস্টিটিউট পরিচালকদের সঙ্গে প্রশাসনের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
যদিও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ক্লাস ও পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া এনটিভি অনলাইনকে জানান, আপাতত ক্লাস ও পরীক্ষা বন্ধ হচ্ছে না। সশরীরেই ক্লাস ও পরীক্ষা চালু রাখা হয়েছে।
এক প্রশ্নের উত্তরে অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া জানান, কোনো বিভাগ অনলাইনে ক্লাস নিতে চাইলে ওই বিভাগের একাডেমিক কমিটি সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করতে পারবে। শুরু হওয়া পরীক্ষাগুলো চলবে এবং সেগুলো সশরীরেই নেওয়া হবে।’
গত সোম ও মঙ্গলবার দুদিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ মোট ৬৮ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা শনাক্ত হয়। এমন পরিস্থিতিতে সশরীরে ক্লাস বন্ধ করে অনলাইনে ক্লাস নেওয়াসহ চার দফা প্রস্তাব দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এরপর আজ সশরীরে ক্লাস ও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানাল বিশ্ববিদ্যালয় প্রশাসন।