রাবির আবাসিক হল থেকে পুলিশ প্রত্যাহার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রদের ১১টি আবাসিক হল থেকে পুলিশ সদস্যদের সাময়িকভাবে প্রত্যাহার করে নিয়েছে পুলিশ প্রশাসন। এখন থেকে তাঁরা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টে ছিনতাই ও বহিরাগতদের প্রবেশ বন্ধে অস্থায়ীভাবে দায়িত্ব পালন করবেন৷
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক আজ শুক্রবার সকালে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক আসাবুল হক বলেন বলেন, ‘ক্যাম্পাসে চুরি, ছিনতাই ও বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে পুলিশ প্রশাসন এ উদ্যোগ নিয়েছে। তাঁরা জানান, আবাসিক হলগুলোতে পুলিশের তেমন প্রয়োজন নেই। তবে, হলগুলোতে পুলিশের প্রয়োজন পড়লে তখন ব্যবস্থা নেওয়া হবে৷’
প্রক্টর আরও বলেন, ‘শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেখান দিয়ে বহিরাগতদের প্রবেশের সুযোগ রয়েছে, সেখানে অস্থায়ী পুলিশবক্স করা হয়েছে। হলের পুলিশেরা এখন থেকে সেখানে দায়িত্ব পালন করবেন, যাতে ক্যাম্পাসে ছিনতাইয়ের ঘটনা না ঘটে এবং বহিরাগতরা প্রবেশ করতে না পারে৷ বহিরাগতদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।’
সম্প্রতি রাবি ক্যাম্পাসে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ছাড়া বহিরাগতদের উৎপাতে ক্যাম্পাসে মাদকের সরবরাহ বেড়েছে। মাদক গ্রহণকালে বহিরাগতদের আটকও করেছে প্রক্টরিয়াল বডি। এখন থেকে বিশেষ প্রয়োজন ছাড়া বহিরাগতের প্রবেশে জিরো টলারেন্স জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।