লেখক মুশতাকের মৃত্যুতে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু, আটককৃত শিক্ষার্থীদের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের অমর ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের ফটক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট, ছাত্র ইউনিয়ন জাবি সংসদের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সুদীপ্ত দে’র সঞ্চালনায় সমাবেশে বিশবিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের সভাপতি দ্বীপঙ্কর চক্রবর্তী বলেন, ‘আজ গণতান্ত্রিক রাষ্ট্র হওয়া সত্ত্বেও আমি আমার কথা বলতে পারছি না, লিখতে পারছি না, কার্টুন আঁকতে পারছি না। রাষ্ট্র সাহিত্য চর্চা ও কার্টুন অংকনকারীদের ধরে জেলে দিচ্ছে। এমনকি তাদের জামিনও দেওয়া হচ্ছে না। তাদের জেলে রেখে মারা হচ্ছে। আমরা আমাদের কথা বলার অধিকার আদায়ে সমগ্র দেশের ছাত্র জনতাকে নিয়ে সোচ্চার থাকব।’
বক্তব্যে ছাত্র ইউনিয়ন জাবি সাংসদের সাধারণ সম্পাদক রাকিবুল রনি বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় সরকারের বিরুদ্ধে যাঁরাই কলম ধরছে ও রাজপথে আন্দোলন করছে তাদের জেলে দিচ্ছে। লেখক মুশতাককে নির্যাতন করে হত্যা করেছে এই সরকার। শাহবাগ থেকে নাজির আমিন চৌধুরীসহ সাতজনকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। তাঁদের বিরুদ্ধে দেওয়া সাজানো মামলা প্রত্যাহার করতে হবে। ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করে এর অধীনে আটককৃত সবাইকে মুক্ত দিতে হবে।’
রাকিবুল রনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় মুক্তচিন্তা শেখার জায়গা। ৯০ এর স্বৈরাচারের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের কী ভূমিকা ছিল তা আমাদের স্মরণ করতে হবে। সরকারের সঙ্গে পরামর্শ করে শিক্ষার্থী এবং কর্মকর্তাদের জন্য দ্রুত ভ্যাক্সিনের ব্যবস্থা করতে হবে।’
মিছিলে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান সংবলিত প্লেকার্ড প্রদর্শন করতে দেখা যায়।