শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে জবি শিক্ষকের আকুতি
দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মো. ওমর ফারুক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে এক পোস্টের মাধ্যমে এই আকুতি জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের একজন নগন্য শিক্ষক ও সঙ্গে সঙ্গে একজন বাবা হিসেবে সরকারের নিকট জোর অনুরোধ জানাচ্ছি, যে কোনো প্রকারে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন। মাননীয় প্রধানমন্ত্রী আপনি সব ছাত্রছাত্রীর একজন মা হিসেবে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন। বাচ্চাদের মানসিক কষ্ট আর সহ্য হয়না। যেভাবেই হোক আর কালক্ষেপণ না করে বাচ্চাদের জীবন বাঁচান।’
এ বিষয়ে অধ্যাপক মো. ওমর ফারুক এনটিভি অনলাইনকে বলেন, ‘আমার দুটি সন্তান আছে। অধৈর্য হয়ে গেছি ওদের নিয়ে। আমার মতো একই অবস্থায় হাজারও বাবা-মা রয়েছে। সরকারের উচিত একটি নিয়ম করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া দরকার। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীই হতাশায় নেশার দিকে ঝুঁকে যাচ্ছে, চাকরিতে পিছিয়ে যাচ্ছে। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানবে না, এমন নয়। বরং তাঁরা অন্যদের স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সাহায্য করতে পারবে। অন্যদিকে স্কুলগুলোও ব্যাচ সিস্টেম করে খুলে দেওয়া যায়।’
অধ্যাপক ওমর ফারুক আরও বলেন, ‘অনলাইন পরীক্ষার যে বিষয়টি, আমার মতে এটা কোনো পরীক্ষাই না। অনলাইন পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করা যায় না। অনলাইনে ক্লাসগুলো নেওয়া যেতে পারে, কিন্তু পরীক্ষাগুলো সশরীরে নেওয়া উচিত।’
অধ্যাপক ওমর ফারুক বলেন, ‘শপিংমল, রেস্তোরা, পার্ক খোলা, তাহলে বিশ্ববিদ্যালয় খুলে দিতে অসুবিধা কি? বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভাগ ভাগ করে আনা যেতে পারে। সব মিলিয়ে শিক্ষার্থীরা চরম হতাশার মধ্য দিয়ে যাচ্ছে। তাই আমি আমার জায়গা থেকে জাতির জন্য একটা পোস্ট দিয়েছি। সরকারের পক্ষেও না, বিপক্ষেও না, শুধু নিজের অনুভূতি প্রকাশ করলাম সবার সঙ্গে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে।’