শুধু পরীক্ষার দিনই চলবে জবির বাস
অক্টোবরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বর্ষের সেমিস্টার পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এদিকে শুধু পরীক্ষার দিনেই চলবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাসগুলো। তবে সব বিভাগের পরীক্ষার সময়সূচি না পাওয়ায় বাসের সিডিউল তৈরিতে সময় লাগছে বিশ্ববিদ্যালয় পরিবহণ প্রশাসনের।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পরিবহণ প্রশাসক অধ্যাপক আবদুল্লাহ আল মাসুদ এনটিভি অনলাইনকে এসব তথ্য জানিয়েছেন।
অধ্যাপক আবদুল্লাহ আল মাসুদ বলেন, ‘পরীক্ষার দিনগুলিতেই চলবে পরিবহণ। উদ্দেশ্য যেহেতু পরীক্ষা নেওয়া, তাই এ সিদ্ধান্ত।’
বাসের সিডিউল প্রস্তুতির বিষয়ে পরিবহণ প্রশাসক বলেন, ‘পরীক্ষার সময়সূচি চূড়ান্ত না হওয়া পর্যন্ত বাসের সিডিউল প্রস্তুত করা যাচ্ছে না। সব বিভাগের চেয়ারম্যানদের কাছে রুটিন চাওয়া হয়েছে এখন সব বিভাগ থেকে রুটিন না এলে পরে সিডিউল বিপর্যয় হবে। এখন আবার কিছু বিভাগ পরীক্ষার রুটিন পুনরায় সংশোধন করছে। তাই নিশ্চিতভাবে পরীক্ষার রুটিনগুলো পাওয়ার আগে বাসের সিডিউল প্রস্তুত করা যাচ্ছে না।’