শ্লীলতাহানি সাজানো নাটক, অভিযোগ ছাত্রলীগ একাংশের
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্বাধীনতা ও জাতীয় দিবসে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাকৃবি শাখা ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতাদের একাংশ।
আজ রোববার সকাল ১১টায় অভিযুক্ত গ্রুপটি সংবাদ সম্মেলন করে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগকে মিথ্যাচার ও সাজানো নাটক মঞ্চায়ন বলে অভিহিত করেছে অপর গ্রুপের বিরুদ্ধে।
সংবাদ সম্মেলনে বাকৃবি ছাত্রলীগের এ অংশের নেতারা মিথ্যাচার ও ষড়যন্ত্রকারীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতা তায়েফুর রহমান রিয়াদ, রাশেদ খান মিলন, মোহাম্মদ দেলোয়ার হোসেন, হুমায়ন আহমেদ শোভন, লিমন খান, ইমরান সিদ্দিকী, তারিক জামান জয়, ইশরাত জাহান রিজা, জান্নাতুল নাঈম ঐশী প্রমুখ।
সংবাদ সম্মেলনে তাঁরা লিখিত অভিযোগে বলেন, ‘বেগম রোকেয়া হলের সাধারণ সম্পাদক তানজিনা শিকদার, তায়েফুর রহমান রিয়াদ সমর্থক ছাত্রীদের বিভিন্ন ভাবে ভয়-ভীতি প্রদর্শন করে যাতে তারা আমাদের সাথে প্রোগ্রামে না যায়। এমনকি ঘটনার দিন রাতে আন্দোলনে না যাওয়া ছাত্রীদের রুম থেকে বের করে গণরুমে পাঠিয়ে দেবে বলেও হুমকি দিয়েছে। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে ছাত্রীদের শ্লীলতাহানি ও বাধা দেওয়ার অভিযোগ সত্য নয়।’
অন্যদিকে বেগম রোকেয়া হলের সাধারণ সম্পাদক তানজিনা শিকদার বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ ওঠেছে তা সত্য নয়। কে কী করেছে বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ দেখলেই তা পরিষ্কার হয়ে যাবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি। এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে। দুই পক্ষ থেকেই আমারা লিখিত অভিযোগ পেয়েছি। যেহেতু পুরো বিশ্ববিদ্যালয় সিসিটিভির আওয়াভুক্ত তাই ফুটেজ দেখলেই আমারা সব বুঝতে পারব। যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তারা সত্যিকার অর্থে দোষী হলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কেউ মিথ্যা অভিযোগ করে থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গতকাল শনিবার ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে টিএসসির সামনে বেগম রোকেয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিনা শিকদারসহ কয়েকজন ছাত্রীর গায়ে হাত দেওয়া ও শ্লীলতাহানির অভিযোগের জবাবে আজ তায়েফুর রহমান রিয়াদ সমর্থকরা এই সংবাদ সম্মেলন করেন।