ষোলোতে পা দিল জাবির স্বেচ্ছাসেবী সংগঠন তরী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তরীর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শুক্রবার (২৮ এপিল)। ‘আলোর পথে আমরা’ স্লোগানে ২০০৮ সালের এদিনে জাবি ক্যাম্পাসে পথচলা শুরু হয় সংগঠনটির। সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী শিশুদের শিক্ষার আলোয় নিয়ে আসার লক্ষ্যে ক্যাফেটেরিয়া চত্বরে বিশ্ববিদ্যালয়ের একঝাঁক স্বেচ্ছাসেবী তরুণ-তরুণী শুরু করেন এই সংগঠন।
প্রথমে শুধু পাঠদানের মাধ্যমে তরীর কার্যক্রম শুরু হলেও বর্তমানে সংগঠনটি শিশুদের শিক্ষা উপকরণ, যেমন—খাতা, কলম, ব্যাগ, স্কুলের পোশাক এবং শীতের পোশাক ও বিনামূল্যে চিকিৎসাসেবা, শিক্ষা সফরসহ নানা ধরণের সুবিধা দিয়ে থাকে।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, পথশিশুদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আশপাশের স্কুলের দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠদান করে থাকে তরী। বর্তমানে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত তরীতে প্রায় শতাধিক শিশু রয়েছে। তরীর স্বেচ্ছাসেবী হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী।
শুরুতে ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে পাঠদান করা হলেও বর্তমানে প্রতি শনি, সোম ও বুধবার বিকেলে সমাজবিজ্ঞান অনুষদের সামনের তরী চত্বরে শিশুদের পাঠদান করা হয়। সুদীর্ঘ ১৫ বছরে তরীর শিক্ষার্থীদের মধ্যে অনেকেরই দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় হতে পড়াশোনা শেষ করেছেন।