সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে জবি ছাত্রলীগের মানববন্ধন
সম্প্রতি সারাদেশে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও সম্প্রীতি সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ব্যানারে সম্প্রতি রংপুরের পীরগঞ্জসহ সারা দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘এই যে ঘটনাগুলো ঘটেছে এগুলো পরিকল্পিত ঘটনা। প্রধানমন্ত্রীর নেতৃতে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখনই দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি এ কাজ শুরু করেছে। এ কাজগুলো বারবার করে পার পেয়ে যাচ্ছে কারণ এসবের বিচার হচ্ছে না। প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দিয়েছেন, যাতে এদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন আর কখনও এ ধরনের কাজ করার সাহস না পায়। সামনের দিনে বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলো এমন কাজের বিরুদ্ধে সমাবেশ করলে বিশ্ববিদ্যালয় থেকে পৃষ্ঠপোষকতা করা হবে।’
সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আশরাফুল ইসলাম টিটন।
যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, পরিচালক (ছাত্র-কল্যাণ) অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, প্রক্টর ড. মোস্তফা কামাল, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম, বিভিন্ন বিভাগের শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাকিল, আকতার হোসেনসহ অন্য কর্মীরা বক্তব্য দেন।