স্মৃতিসৌধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা
মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। আজ বৃহস্পতিবার সকালে স্মৃতিসৌধের বেদীতে ফুল দিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানান উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, প্রক্টরিয়াল বডি, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক প্রতিনিধি ও কর্মচারীরা ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
এ সময় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক জগেশ রায়, আজকের পত্রিকার মোস্তাকিম ফারুকী, সাপ্তাহিক শীর্ষ খবরের আরমান হাসান, বাংলা ট্রিবিউনের সুবর্ণ আসসাইফ, আগামী নিউজের আতিক সিয়াম, এনটিভি অনলাইনের আহনাফ তাহমিদ ফাইয়াজ, খোলা কাগজের মুজাহিদ বিল্লাহ, সময় জার্নালের শিবলী নোমান, দৈনিক সকালের সময়ের ইউছুব ওসমান, বাংলাদেশ জার্নালের অনুপম মল্লিক আদিত্য, ঢাকা ওয়েভের মেহেদী হাসান, দেশ সংবাদের আসাদুজ্জামান আপন এবং আলোচিত বাংলাদেশের শাহরিয়ার হোসেনসহ সংগঠনটির অন্য সদস্যরা।
এদিকে মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আজ ১৬ ডিসেম্বর-২০২১ (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ে স্থাপিত মুজিব মঞ্চে সমবেত সংগীত ও চলচ্চিত্র (মুক্তির গান) প্রদর্শন করা হবে। এছাড়াও চারুকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে ১৪ ডিসেম্বর শুরু হওয়া ‘মুক্তিযুদ্ধ, বিজয়গাঁথা ও বঙ্গবন্ধু’ শীর্ষক পোস্টার চিত্র প্রদর্শনটি সকলের জন্য উন্মুক্ত রয়েছে এবং প্রদশর্নীটি ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে।
এছাড়া আগামীকাল ১৭ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৫টায় ক্যাম্পাসে স্থাপিত মুজিব মঞ্চে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ, উদীচী (জবি সংসদ), জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমি (জবিরঙ্গ) ও মুক্তমঞ্চের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। ১৮ ডিসেম্বর শনিবার বিকেল ৩টায় মুজিব মঞ্চে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যান্ডদলগুলোর উদ্যোগে সংগীতানুষ্ঠান পরিবেশিত হবে। ১৯ ডিসেম্বর রোববার বিকেল ৩টায় মুজিব মঞ্চে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের উদ্যোগে নাটক প্রদর্শিত হবে। ২০ ডিসেম্বর সোমবার বিকেল ৩টায় মুজিব মঞ্চে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের উদ্যোগে সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানাদির সমাপ্তি হবে।