সড়ক সংস্কারের দাবিতে অবরোধ কুবি শিক্ষার্থীদের
দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না করা ও ধুলাবালিতে অতিষ্ঠ হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৪ নম্বর গেট সংলগ্ন এলাকার দক্ষিণ মোড়-রাজারখোলা রাস্তা অবরোধ করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা৷ আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে এ রাস্তা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি, ভাল রাস্তার পিচঢালাই উঠিয়ে সংস্কারের নামে দীর্ঘদিন ধরে রাস্তা নষ্ট করে ফেলে রেখেছে ঠিকাদার প্রতিষ্ঠান। ঠিকাদার প্রতিষ্ঠানের কোনো আশ্বাস ছাড়া তারা রাস্তা খুলে দিবে না। শিক্ষার্থীদের এ আন্দোলনে সমর্থন দেন এলাকাবাসীও৷
স্থানীয় দোকানদার ও কয়েকজন বাসিন্দা বলেন, ভালো রাস্তাটা সংস্কারের নামে নষ্ট করেছে৷ এখন ধুলাবালির জন্য এ পথে হাঁটা দায়।
এদিকে দীর্ঘদিন রাস্তার কাজ না ধরা প্রসঙ্গে ঠিকাদার আবুল কালাম আজাদ (সোহাগ) মুঠোফোনে বলেন, ‘আমরা প্রথমে যে বিল দিয়েছিলাম, সে বিল না পাওয়াতে কাজ ধরতে পারিনি। এখন আমরা ঋণ করেছি৷ ঋণটা আগামী সপ্তাহের মধ্যে পেয়ে যাব৷ এরপর মার্চের এক তারিখ থেকে কাজ ধরতে পারব।’
এছাড়া ধুলাবালি নিরসনে আগামীকাল থেকেই পানি ছিটানোর ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
শিক্ষার্থীদের সড়ক সংস্কারের দাবির বিষয়ে কুবি প্রক্টর ড. কাজী মুহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘ক্যাম্পাসের বাইরের সড়ক হওয়ায় সরাসরি আমরা কিছু করতে পারি না৷ তবে এলজিআরডি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।’