১০০ গুণীজনকে সম্মাননা দেবে ঢাবি অ্যালামনাই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষ উপলক্ষ্যে ১০০ গুণীজনকে সম্মাননা দেবে বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। গতকাল শুক্রবার অ্যাসোসিয়েশনের প্রচার ও যোগাযোগ সম্পাদক কাজী মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল শতবর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষ্যে আগামী শনিবার (১২ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মিলন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
‘বাংলাদেশের পথযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’—প্রতিপাদ্যকে সামনে রেখে মিলন মেলার অনুষ্ঠিত হবে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত গুণীজনকে সম্মাননা (মরণোত্তর) দেওয়া হবে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাবির প্রবীণ শিক্ষার্থী মতিউল ইসলাম। এতে সভাপতিত্ব করবেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী রেজিস্ট্রেশন ফি প্রদানের প্রমাণপত্র দেখিয়ে ১০ মার্চের মধ্যে সদস্যদের সিকিউরিটি পাসসহ অন্যান্য উপকরণ সংগ্রহের অনুরোধ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এ কার্যক্রম।