১০ ফেব্রুয়ারি ঢাবির সাংবাদিকতা অ্যালামনাইয়ের নৌবিহার
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নৌ-বিহার ও ১২তম বার্ষিক সাধারণ সভা-২০২৩ আগামী ১০ ফেব্রুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে।
গত ১২ জানুয়ারি ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন কুমার দাস ও সাধারণ সম্পাদক সাবরিনা সুলতানা চৌধুরী সাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, এ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকসহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একাধিক সচিব, সংসদ সদস্য, দেশের গণমাধ্যমের কর্তাব্যক্তিসহ সাংবাদিকবৃন্দ অংশ নেবেন। এছাড়াও অ্যাসোসিয়েশনের সদস্য, তাঁদের পরিবারের সদস্যবৃন্দসহ সহস্রাধিক অতিথি এই অনুষ্ঠানে যোগ দেবেন।
এতে চাঁদার পরিমাণ ধরা হয় সদস্যদের জন্য ১০০০ টাকা, স্পাউসদের জন্য ১০০০ টাকা এবং সন্তান/বিভাগের বর্তমান শিক্ষার্থীর জন্য ৮০০ টাকা। বিভাগীয় অফিস কর্মকর্তা অসীম কুমার দাশ, সেমিনার লাইব্রেরিয়ান রেজাউল হাসান আখন্দ ও তারিকুল ইসলাম খান রবিনের সাথে যোগাযোগ করে আগ্রহীদেরকে ৫ ফেব্রুয়ারির পূর্বে এ চাঁদা প্রদান করতে বলা হয়।
এছাড়াও https://forms.gle/JyP8x4zyGfg134Hp8 এই গুগল লিংকে রেজিস্ট্রেশন করা যাবে। তাছাড়া নগদ/বিকাশ এর মাধ্যমেও রেজিস্ট্রেশন করা যাবে বলে বিবৃতিতে জানানো হয়।
আয়োজন প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন কুমার দাস এনটিভি অনলাইনকে বলেন, 'দুর্যোগময় করোনা মহামারীর কারণে সুদীর্ঘ তিন বছর পর আমাদের আবার একসাথে মিলিত হওয়ার একটা সুযোগ হতে যাচ্ছে। এদিন আমরা সকলে মিলে একসাথে একটা দিন কাটাতে পারব। কাজেই আমি আশা করব যে, আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত সকলেই পরিবার-পরিজন নিয়ে এতে অংশগ্রহণ করবে।'