১৯ মাস পর ইবিতে সশরীরে ক্লাস শুরু
নভেল করোনাভাইরাসের প্রকোপের কারণে ১৯ মাস বন্ধ থাকার পর আজ সোমবার থেকে কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সশরীরে ক্লাস শুরু হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা কার্যক্রম শুরু হয় আরো মাস খানেক আগে।
এ ছাড়া গত ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। করোনার অন্তত এক ডোজ টিকা নিশ্চিত করে শিক্ষার্থীদের আবাসিক হলে তোলা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী সব স্বাস্থ্যবিধি মেনে আজ সোমবার থেকে সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। করোনার অন্তত এক ডোজ টিাকা নেওয়া শিক্ষার্থীরা আপাতত ক্লাস করতে পারবে। আর যেসব শিক্ষার্থী এখনও টিকা নিতে পারেনি তাদের অতিদ্রুত টিকাদানের ব্যবস্থা করা হচ্ছে।
করোনার কারণে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ছুটির দিনে অতিরিক্ত ক্লাস নেওয়া হবে বলেও জানান উপ-উপাচার্য।
২০২০ সালের ২৪ মার্চ করোনা সংক্রমণের কারণে বন্ধ ঘোষণা করা হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম।