১৯ মাস পর খুলেছে শাবিপ্রবির আবাসিক হল
দীর্ঘ ১৯ মাস প্রতীক্ষার পর খুলেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আবাসিক হল। এ সময় নানা আয়োজনে শিক্ষার্থীদের বরণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সোমবার সকালে শাহপরান হল, বঙ্গবন্ধু হল, সৈয়দ মুজতবা আলী হলসহ বিভিন্ন হলে আয়োজন করা হয় শুভ প্রত্যাবর্তন অনুষ্ঠান।
এ বিষয়ে শাহ পরাণ হলের প্রভোস্ট ড. মো. মিজানুর রহমান খান বলেন, হলে উঠতে শিক্ষার্থীদের অন্তত একটি টিকা দেওয়ার প্রমাণপত্র, হলের ভর্তির আইডি কার্ড, স্বাস্থ্যবিধিসহ মেনে চলাসহ সব নিয়ম মেনে চলতে হচ্ছে।
এ সময় প্রতিটি হলেই ফুল, চকলেট, মাস্ক, স্যানিটাইজারসহ নানা শিক্ষাউপকরণ দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেয় কর্তৃপক্ষ।
এর আগে, শিক্ষার্থীদের বরণে হলগুলোর আবাসিক, ডাইনিং, ওয়াসসহ সব ব্লক যথাযথ পরিষ্কার পরিচ্ছন্ন, জীবাণুমুক্ত করা সম্পন্ন করা হয়।
স্বাস্থ্যবিধি মেনে চলা ও পরিচ্ছন্নতার বিষয়টির কঠোর তদারকি করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।