৩৭ দিন পর কুয়েটে শুরু একাডেমিক কার্যক্রম
৩৭ দিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। সিন্ডিকেটের জরুরী সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। এর আগে গত শুক্রবার খুলে দেওয়া হয় সব হল। কুয়েট জনসংযোগ ও তথ্য বিভাগের মুখপাত্র মো. রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি অবনতির আশঙ্কায় ৩ ডিসেম্বর থেকে বন্ধ ছিল একাডেমিক কার্যক্রম।
রবিউল ইসলাম জানান, গত বুধবার অনুষ্ঠিত কুয়েট সিন্ডিকেটের ৭৯তম জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক শর্ত বেঁধে দিয়ে হল খোলা ও একাডেমিক কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষার্থীদের দেওয়া নির্দেশনার মধ্যে শৃঙ্খলা বিধির বেশ কিছু ধারা এবং আবাসিক হলের নিয়মাবলী মেনে চলার কথা বলা হয়েছে। একই সঙ্গে ছাত্র শৃংখলা বিধির ১২ ধারা মোতাবেক পরিচালক (ছাত্র কল্যাণ)-এর পূর্বানুমোদন ছাড়া কোন প্রকার মিছিল, সভা-সমাবেশসহ সংশ্লিষ্ট কার্যক্রমসমূহ বন্ধ রাখতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারসহ একাডেমিক এরিয়ায় শিক্ষা কার্যক্রম বহির্ভূত ব্যানার, ফেস্টুন, পোস্টার ইত্যাদি টানানো নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া ১৪ তম ও তার পূর্ববর্তী ব্যাচের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদেরকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল ত্যাগ করতে বলা হয়েছে।