৫ শিফটে জাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি প্রার্থী ১১৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের আওতাভুক্ত এই ইউনিটে মোট ৪৬৬টি আসনের বিপরীতে ৫৩ হাজার ৪৩০ জন ভর্তিচ্ছু পরীক্ষা দেবেন। সে হিসাবে আসনপ্রতি প্রার্থী রয়েছেন ১১৫ জন।
এরই মধ্যে আজ রোববার সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়েছে। এ পরীক্ষা চলবে সকাল ১০টা পর্যন্ত। মোট পাঁচটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় শিফটের পরীক্ষা ১০টা ২৫ মিনিট থেকে ১১টা ২৫ মিনিট পর্যন্ত, তৃতীয় শিফটের ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত, চতুর্থ শিফটের ১টা ৫০মিনিট থেকে ২টা ৫০ মিনিট পর্যন্ত এবং সর্বশেষ পঞ্চম শিফটের পরীক্ষা ৩টা ১৫ মিনিট থেকে ৪টা ১৫ মিনিট পর্যন্ত চলবে।
ভর্তি পরীক্ষার বিষয়ে জাবির ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘ভর্তি পরীক্ষার সময় ক্যাম্পাসের সর্বোচ্চ শৃঙ্খলা রক্ষায় আমরা বদ্ধপরিকর। জালিয়াতি রোধে আমাদের সর্বোচ্চ নজরদারি রয়েছে। ভর্তিচ্ছুদের সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যেরা কাজ করছেন।’