৭ সেপ্টেম্বর সেমিস্টার পরীক্ষার সময়সূচি ঘোষণা : জবি উপাচার্য
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আটকে থাকা সব বর্ষের সেমিস্টার পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে আগামী ৭ সেপ্টেম্বর। অক্টোবরে সশরীরে না হলে অনলাইনেই পরীক্ষা শুরু হয়ে যাবে। তবে শিক্ষার্থীরা চাইলে ডিন ও চেয়ারম্যানরা আলোচনা করে সেপ্টেম্বর থেকেই পরীক্ষা নিতে পারবে অনলাইনে।
আজ বুধবার সন্ধ্যায় এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘আগামী ৬ সেপ্টেম্বর সিন্ডিকেটে অনলাইন পরীক্ষার নীতিমালা অনুমোদন হওয়ার পর ৭ সেপ্টেম্বর ডিন ও চেয়ারম্যানদের সঙ্গে বসে ওই দিন পরীক্ষার সময়সূচি দিয়ে দেওয়া হবে। এক মাস সময় দিয়ে অক্টোবর থেকে পরীক্ষা শুরু হবে। সে সময় সশরীরে হলে তো হলো, না হলে অনলাইনেই পরীক্ষা শুরু হয়ে যাবে। আর শিক্ষার্থীরা চাইলে ডিন ও চেয়ারম্যানরা আলোচনা করে সেপ্টেম্বর থেকেই পরীক্ষা নিতে পারবে অনলাইনে।’
উপাচার্য আরও বলেন, ‘আমরাও শিক্ষার্থীদের বিষয়ে সচেতন। আমরণ অনশনে যাওয়ার কোনো দরকার নেই।’
এর আগে আজ সকালে পরীক্ষার সময়সূচি ঘোষণা করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা। সময়সূচি দেওয়া না হলে আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তারা।