আলোয় ঢাকা আঁধার
সেরা স্কুলেও ফেল
উন্নত পরিবেশ, সার্বিক শৃঙ্খলা কিংবা আধুনিক সুযোগ-সুবিধা থাকায় দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দিকে নজর থাকে বেশির ভাগ অভিভাবকের। প্রিয় সন্তানকে একটিবারের জন্য ভালো স্কুলে ভর্তি করাতে পারলেই কেল্লা ফতে। অন্তত এসএসসি পরীক্ষায় ভালো ফল করে বড় হওয়ার স্বপ্নপূরণে একধাপ তো এগিয়ে নেওয়া গেল! অথচ বাস্তবতা বলছে ভিন্ন কথা।
শিক্ষা বোর্ডের দেওয়া ফলাফলের তালিকা থেকে জানা যায়, এবার ঢাকা বোর্ডে সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের আটটিতেই বেশ কিছু শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
রাজউক উত্তরা মডেল কলেজ
এবার ঢাকা বোর্ডে দ্বিতীয় অবস্থানে থাকা প্রতিষ্ঠানটিতে দুজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ৫৪৬ পরীক্ষার্থীর মধ্যে ৪৯৬ জনই জিপিএ ৫ পেয়েছে। অথচ শতভাগ পাসের গৌরব অর্জন হয়নি তাদের।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল
বরাবরের মতো এ বছরও শীর্ষস্থান ধরে রেখেছে রাজধানীর এ স্কুলটি। এ বছর বোর্ডে তৃতীয় হলেও তাদের শতভাগ শিক্ষার্থী পাস করেনি। স্কুলটিতে পরীক্ষার্থী ছিল এক হাজার ৫৮১, পাস করেছে এক হাজার ৫৭৮ জন। আর জিপিএ ৫ পেয়েছে এক হাজার ৪১৬ জন।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ
শীর্ষ স্কুল বলতেই চোখের সামনে ভেসে ওঠে ভিকারুননিসা নূন। আর ফল প্রকাশের পর আনন্দের কথা ভাবলেও এ স্কুলের শিক্ষার্থীদের ছবিটিই ভাসে। কিন্তু এ বছর সে আনন্দে ভাটা পড়েছে। বোর্ডে স্কুলটির অবস্থান হয়েছে চতুর্থ। অকৃতকার্য হয়েছে দুই ছাত্রী। এক হাজার ৫০৩ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে এক হাজার ২৯০ জন।
ময়মনসিংহ জিলা স্কুল
দেড়শ বছরের পুরোনো স্কুলটি সারা দেশেই আলোচিত। এবার ফলাফল দুঃখের ভাগিদার হয়েছে সেটিও। ২৭৫ শিক্ষার্থীর মধ্যে দুজন অকৃতকার্য হয়েছে। অথচ ২৪৯ শিক্ষার্থীই পেয়েছে জিপিএ ৫। বোর্ডে অবস্থান অষ্টম।
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
বিস্তৃত ক্যাম্পাস, উন্নত অবকাঠামো আর শৃঙ্খলার জন্য সুখ্যাতি আছে রেসিডেনসিয়াল মডেল কলেজের। এবার সেখানকার তিনজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। বোর্ডে নবম হওয়া প্রতিষ্ঠানটি থেকে এসএসসিতে অংশ নিয়েছিল ৫১৭ শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩৮৫ জন।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ
ঢাকার আলোচিত স্কুলগুলোর একটি। বোর্ডে ১২তম স্থান অর্জন করা স্কুলটির একজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ৩৫৫ শিক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২৯২ জন।
মতিঝিল মডেল হাই স্কুল
কেবল শিক্ষায় নয়; বিতর্ক, খেলাধুলা কিংবা এ ধরনের অনেক কার্যক্রমে বরাবরই এগিয়ে থাকে মতিঝিল মডেল হাই স্কুল। এবার পাসের হারে তারা এগিয়ে থাকতে পারেনি। বোর্ডে ১৫তম স্থান অধিকার করা প্রতিষ্ঠানটির এক হাজার ৩৮৩ শিক্ষার্থীর মধ্যে তিনজন এবার অকৃতকার্য হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ৯১১ জন।
বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ
ময়মনসিংহের আলোচিত স্কুলটির তিনজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। বোর্ডে ১৬তম স্থান অধিকার করা স্কুলটির ২৭৯ পরীক্ষার্থী এসএসসিতে অংশ নিয়েছিল। তাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২৩২ জন।
স্কুলের ফল নিয়ে জানতে চাইলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুফিয়া খাতুন এনটিভি অনলাইনকে বলেন, যে দুজন ছাত্রী অকৃতকার্য হয়েছে, তারা স্কুল থেকে প্রবেশপত্রই নেয়নি। ফলে কেউ অকৃতকার্য হয়েছে এমনটা বলা যাবে না।
ঢাকা বোর্ডে প্রথম তিন স্কুলের মধ্যে ভিকারুননিসার অবস্থান না থাকা প্রসঙ্গে সুফিয়া খাতুন বলেন, পরীক্ষার মধ্যে রাজনৈতিক অস্থিরতা এ ক্ষেত্রে বহুলাংশে দায়ী। তিনি বলেন, শিক্ষার্থীরা পরীক্ষার রুটিন দেখতে গিয়ে টেলিভিশন সেটের সামনে বসে থেকেছে। আবার বারবার রুটিন পরিবর্তন হওয়ায় তাদের মনোযোগে ব্যাঘাত ঘটেছে।
স্কুলে অকৃতকার্য হওয়া ঠেকাতে কোনো পদক্ষেপ নিচ্ছেন কি না জানতে চাইলে ভিকারুননিসার অধ্যক্ষ বলেন, এ দায়িত্ব শুধু প্রতিষ্ঠানের নয়। বিষয়টি শিক্ষার্থীদের অভিভাবকদেরও খেয়াল রাখতে হবে। সন্তান দরজা বন্ধ করে কম্পিউটার দেখছে নাকি লেখাপড়া করছে, তা মা-বাবাকেই খেয়াল রাখতে হবে।