জেলায় জিপিএ ৫ পেয়েছে ২০০৮ জন
চলতি বছরের এসএসসি পরীক্ষায় পাবনা জেলার শীর্ষস্থান ও রাজশাহী শিক্ষা বোর্ডে ষষ্ঠ স্থান অধিকার করেছে পাবনা ক্যাডেট কলেজ। এ ছাড়া জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই হাজার আটজন জিপিএ ৫ পেয়েছে।
জেলা শিক্ষা কার্যালয় সূত্র জানায়, পাবনা জেলায় এবার এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ১৭০ জন। পাস করেছে ১৬ হাজার ৪৩৬ জন। জেলায় জিপিএ ৫ পেয়েছে ২০০৮ জন। মোট পাসের হার ৯৫ দশমিক ৭২ ভাগ।
জেলার শীর্ষ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থানে থাকা পাবনা ক্যাডেট কলেজ থেকে ৪৮ জন পরীক্ষা দিয়ে সবাই জিপিএ ৫ পেয়েছে। দ্বিতীয় স্থান অধিকারী পাবনা জিলা স্কুল থেকে ২৫২ জন পরীক্ষা দিয়ে জিপিএ ৫ পেয়েছে ১৯৫ জন। তৃতীয় স্থান অর্জনকারী পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৫৬ জন পরীক্ষা দিয়ে জিপিএ ৫ পেয়েছে ১৭৩ জন।
চতুর্থ স্থানে থাকা বেড়া আল হেরা একাডেমি থেকে ১১৬ জন পরীক্ষা দিয়ে জিপিএ ৫ পেয়েছে ৮৬ জন। পঞ্চম স্থান অধিকারী ঈশ্বরদী ইক্ষু গবেষণা হাই স্কুল থেকে ৫০ জন পরীক্ষা দিয়ে জিপিএ ৫ পেয়েছে ৩৪ জন। ষষ্ঠ স্থান অর্জনকারী সাঁড়া মারোয়ারী হাই স্কুল থেকে ১৪৪ জন পরীক্ষা দিয়ে জিপিএ ৫ পেয়েছে ৫৫ জন। সপ্তম স্থান অধিকারী চাটমোহর সেন্ট রিটার্স হাই স্কুল থেকে ১৫০ জন পরীক্ষা দিয়ে জিপিএ ৫ পেয়েছে ৬২ জন। অষ্টম স্থান অর্জনকারী বেড়া হরিনাথপুর মডেল হাই স্কুল থেকে ৫৮ জন পরীক্ষা দিয়ে জিপিএ ৫ পেয়েছে ২১ জন। নবম স্থানে থাকা ঈশ্বরদী পেপার মিলস হাই স্কুল থেকে ১৪৪ জন পরীক্ষা দিয়ে জিপিএ ৫ পেয়েছে ৫০ জন এবং দশম স্থানে পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল থেকে ৫৭ জন পরীক্ষা দিয়ে জিপিএ ৫ পেয়েছে ২৫ জন।