‘আমার ভেতরে কী হচ্ছে, বোঝাতে পারছি না’
‘আমি আবেগে আপ্লুত। এই মুহূর্তে আমার ভেতরে কী যে হচ্ছে, তা বোঝাতে পারছি না। জীবনে অনেক কিছু পেয়েছি। আমি যা পেয়েছি তা এর আগে কোনো দিন পাইনি। ওর অভিযোগ ছিল, আমি ওকে শুধু পড়ার কথা বলেছি। আজ ওইটার গুরুত্ব বুঝল। আর তাই আজ অভিযোগ না দিয়ে জড়িয়ে ধরল। আর বলল, বাবা তোমার জন্য!’
কথাগুলো বলছিলেন সামিউল্লাহ। তাঁর মেয়ে মাহরুফা সিদ্দিকা সারা এবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে। সেই সাফল্যের বিষয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে এনটিভি অনলাইনের কাছে উল্লিখিত কথাগুলো বলেন তিনি।
ফল পাওয়ার পর সামিউল্লাহর মতে অনেক অভিভাবককেই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। তাঁদের একজন জিপিএ ৫ পাওয়া নাজিবা ফারিনের বাবা। তিনি এনটিভি অনলাইনকে বলেন,‘আমি খুবই খুশি হয়েছি। আমার মেয়ে পঞ্চম ও অষ্টম শ্রেণিতেও গোল্ডেন এ প্লাস পেয়েছিল। এবারও সে ধারাবাহিকতা রেখেছে।’
এদিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর প্রতিষ্ঠানে ফল আসার আগেই মুঠোফোনে তা জেনে যায় ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এর পরই উচ্ছ্বাসে ফেটে পড়ে তারা। আনন্দঘন এই পরিবেশে কথা হয় কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। তারা হলো বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পাওয়া ফাতিহা তাবাসুসুম জয়ন্তী, মৌমিতা ইসলাম মৌ ও ফারিহা সুলতানা। তারা তিনজনই চিকিৎসক হওয়ার ইচ্ছে প্রকাশ করে। ফল ভালো করায় মা-বাবা, শিক্ষক ও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সুফিয়া খাতুন জানান, এই বছর ভিকারুননিসা থেকে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগে এক হাজার ৫৯৬ জন পরীক্ষার্থী এসএসসিতে অংশ নেয়। এর মধ্যে একজন অসুস্থতার কারণে পরীক্ষা দিতে না পারায় ফেল করেছে। মোট পাসের হার ৯৯.৯৪ শতাংশ।