বেরোবির নতুন উপাচার্য ড. কলিমউল্লাহ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি বিশ্ববিদ্যালয় (শাখা-১) থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপ-উপাচার্য হিসেবে প্রেষণে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯-এর ১০(১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব আবদুস সাত্তার মিয়ার সই করা ওই প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, শর্ত অনুযায়ী ড. কলিমউল্লাহ উপাচার্য হিসেবে চার বছর দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর প্রয়োজন মনে করলে আগেই এই নিয়োগের আদেশ বাতিল করতে পারবেন।
এ ছাড়া উপাচার্য পদে ড. কলিমউল্লাহ তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন, বিধি অনুযায়ী অন্য সব সুযোগ সুবিধাও পাবেন তিনি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।