বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আগামী ১৩ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। বেরোবির জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
আগামী ১৩ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত একাডেমিক ছুটি ঘোষণা করা হলেও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে আগামী ১৪ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত। নির্ধারিত ছুটি শেষে আগামী ২৪ জুলাই থেকে সব প্রশাসনিক কার্যক্রম এবং ২৭ জুলাই থেকে বিভাগগুলোতে যথারীতি ক্লাস, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম অনুষ্ঠিত হবে।