রুয়েটে ভর্তি পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। গতকাল সোমবার রুয়েটের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রুয়েটের একাডেমিক কাউন্সিলের সভায় ভর্তি পরীক্ষার পদ্ধতি পরিবর্তন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শতভাগ লিখিত মাধ্যমে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় প্রশ্ন থাকবে মোট ৩৫টি, এর সবগুলোরই উত্তর লিখিতভাবে দিতে হবে। পরীক্ষার সময় দুই ঘণ্টা এবং পূর্ণমান ৩৫০ নম্বর।
এ ছাড়া আর্কিটেকচার বিভাগে ভর্তিচ্ছুদের ওই পরীক্ষা ছাড়াও মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা দিতে হবে। এ পরীক্ষার সময়কাল হবে এক ঘণ্টা। পূর্ণমান ১০০ নম্বর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রুয়েটে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষার সময়সূচি খুব শিগগিরই রুয়েটের ওয়েবসাইট ও গণমাধ্যমে প্রকাশ করা হবে।