হাবিপ্রবিতে প্রতি আসনের বিপরীতে ৩০ শিক্ষার্থী
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের রিপরীতে ৩০ জন করে প্রতিদ্বন্দ্বিতা করবে। বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে এক হাজার ৯৫০টি। তার বিপরীতে এবার ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে ৫৮ হাজার ৮০৯ জন শিক্ষার্থী।
আগামী ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৮ নভেম্বর হতে ২৯ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। তবে বিশেষ প্রয়োজনে পরীক্ষার দিনগুলোতে ডাউনলোড উন্মুক্ত থাকবে।
এবার ‘এ’ ইউনিটে আবেদন করেছে ১২ হাজার ৩০৪ জন, ‘বি’ ইউনিটে ১২ হাজার ১৮২ জন, ‘সি’ ইউনিটে ৯৬০৮ জন, ‘ডি’ ইউনিটে আট হাজার ৮৩১ জন, ‘ই’ ইউনিটে ৯৮১ জন, ‘এফ’ ইউনিটে পাঁচ হাজার ৫১৪ জন এবং ‘জি’ ইউনিটে ৯ হাজার ৩৮৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছে।
এবার সোস্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস নামে নতুন একটি অনুষদসহ মোট আটটি অনুষদের অধীনে ২০টি কোর্সে মোট এক হাজার ৯৫০ জন ছাত্রছাত্রী ভর্তির সুযোগ পাবে। এর বাইরে মুক্তিযোদ্ধা কোটার জন্য মোট আসনের অতিরিক্ত পাঁচ ভাগ আসন এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ৫০টি আসন সংরক্ষিত থাকবে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত কোনো তথ্য জানতে ০১৭২৯২৬৬২৪৪-৬ হটলাইনে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) যোগাযোগ করা যাবে।