পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি
পদমর্যাদা ও বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। দাবি আদায় না হলে আগামী ১১ জানুয়ারি থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।
অষ্টম জাতীয় বেতন কাঠামো পুনর্নির্ধারণ এবং স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে গত ১৪ মে থেকে আন্দোলন করে আসছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সদস্যরা। এ দাবিতে বিভিন্ন সভা-সমাবেশ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকরা।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পালিত এ কর্মসূচি সম্পর্কে আমাদের সংবাদদাতা, প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
মোহাম্মদ হাসান, ঢাবি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন বটতলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করে। এ সময় তারা বেতন কাঠামোতে বৈষম্যের জন্য কিছু আমলাকে দায়ী করে এবং তাদের বিচার দাবি করে।
শিক্ষক সমিতি ফেডারেশনের সহসভাপতি অধ্যাপক এমদাদুল হকের সভাপতিত্বে এবং মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের পরিচালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্ট্যাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া,পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান, ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়া রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক আক্তারুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের নীল দলের আহ্বায়ক অধ্যাপক নাজমা শাহীন প্রমুখ।
ফেডারেশনের সহসভাপতি অধ্যাপক এমদাদুল হক বলেন, ‘আমরা কোনো সময় বেতনের পরিমাপ করি নাই, মর্যাদার কথা বলছি।আমাদের দাবি খুবই সীমিত ও সুনির্দিষ্ট। একবার অগ্রগতি হয় আবার পিছিয়ে যায়। আমরা এর তীব্র নিন্দা জানাই।’
জাহিদুর রহমান, জাবি : কালো ব্যাচ ধারণ করে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস বন্ধ রেখে কলা ও মানবিক অনুষদ ভবনের সামনে এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষকরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক খবির উদ্দিন, সাধারণ সম্পাদক মাফরুহী ছাত্তার টিটোসহ আরো অনেকে।
আইয়ুব আলী, ময়মনসিংহ : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষকরা দুই ঘণ্টার কর্মবিরতি,অবস্থান ধর্মঘট ও সমাবেশ করেছেন। এই কর্মসূচি পালনকালে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. খন্দকার শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক ড.আব্দুল্লাহ ইকবাল, সরকার সমর্থক গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি ড. মনোরজ্ঞন দাস, সাধারণ সম্পাদক ড. মনিরুজ্জামান, বিএনপি-জামায়াত সমর্থিত সোনালী দলের সভাপতি ড. মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. মাহবুব আলম প্রমুখ।
মারুফ আহমেদ, সিলেট : দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘চেতনা ৭১’ মোড়ে অবস্থান ধর্মঘট ও সমাবেশ করেছেন শিক্ষকরা।বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ও শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত সমাবেশে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকদের আহ্বায়ক সৈয়দ সামসুল আলম ও অধ্যাপক ড. মো. ইউনুছসহ সিনিয়র শিক্ষকরা বক্তব্য দেন।