বন্ধ থাকবে কেন্দ্রের পাশের ফটোকপির দোকান
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশের ফটোকপির দোকান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদারক করবে।
আজ রোববার এইচএসসি ও সমমানের পরীক্ষা-সংক্রান্ত আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী।
নুরুল ইসলাম নাহিদ বলেন, পরীক্ষার সময় কোচিং সেন্টার, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর কঠোর নজরদারি থাকবে। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত বিজি প্রেসের কর্মকর্তা-কর্মচারী এবং পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নজরদারির আওতায় রাখা হবে। প্রশ্নপত্র ফাঁসের গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।
শিক্ষামন্ত্রী জানান, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১২ লাখের বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে। এ সময় তিনি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা চান।