এখন অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এখন থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকবে। জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আজ বুধবার দুপুর ১২টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের সভা সম্পর্কে জানান এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নেওয়া এক ঐতিহাসিক সিদ্ধান্ত। আগে এ সরকারের প্রণীত জাতীয় শিক্ষানীতির আলোকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী আরো বলেন, এ সিদ্ধান্তের ফলে দেশের শিক্ষাব্যবস্থার আরো অগ্রগতি ও যুগোপযোগী হবে।
সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, আজ থেকেই অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষার কার্যক্রম শুরু হলো। নতুন অর্থবছর শুরু হওয়ার আগেই এ বিষয়ে সব কর্যক্রম চূড়ান্ত করা হবে।
মোস্তাফিজুর রহমান আরো বলেন, আগে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছিল প্রাথমিক শিক্ষা। এটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়ন্ত্রণ ও তদারকি করত। এখন অষ্টম শ্রেণি পর্যন্ত নিয়ন্ত্রণ করবে এ মন্ত্রণালয়। তাই অনেক কাজ রয়েছে। তিনি এটি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।
জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভায় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের কমিটির সদস্য মুহম্মদ জাফর ইকবালের একটি লিখিত বক্তব্য পাঠ করা হয়।