এবার পরীক্ষার্থী কমেছে
এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১ এপ্রিল শুরু হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, হরতাল-অবরোধ হলেও সূচি অনুযায়ী পরীক্ষা চলবে। এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
আজ সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি ও সংশ্লিষ্ট তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী।
নাহিদ বলেন, ‘গতবারের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৬৭ হাজার ৪৯০ জন। ২০১৪ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন। এবার এর সংখ্যা ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন।’
পরীক্ষার্থী কমে যাওয়ার জন্য স্কুলগুলোর ভালো ফল পাওয়ার প্রতিযোগিতা, সৃজনশীল পদ্ধতি সঠিকভাবে বুঝতে না পারা এবং ২০১৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য হওয়াকে কারণ হিসেবে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, ‘অকৃতকার্য শিক্ষার্থীরা ২০১৪ সালে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়েছিল। এ কারণে ২০১৪ সালে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছিল।’
এবার শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ২০১টি। কেন্দ্র বেড়েছে ৬৭টি। এসব কেন্দ্রে এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/কারিগরি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্রিফিংয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।