আহত শিক্ষকের চিকিৎসার্থে সহযোগিতার হাত বাড়াল ইবি
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. সাইফুজ্জামানের চিকিৎসায় আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় পরিবার। বর্তমানে ড. সাইফুজ্জামান ঢাকার অ্যাপোলো হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র ( আইসিইউতে) চিকিৎসা নিচ্ছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে উপাচার্য কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষক সমিতি একদিনের বেতন উপাচার্য ড. আবদুল হাকিম সরকারের কাছে তুলে দেন। কর্মকর্তাদের পক্ষ থেকে কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক হাসান তাঁদের অর্ধদিবসের বেতন এবং বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক হলের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে এক লাখ ৭৫ হাজার টাকা হল প্রাধ্যক্ষ কাউন্সিলের সভাপতি ইকবাল হোসাইন উপাচার্যের কাছে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ আনোয়ারুল হক, সাদ্দাম হোসেন হলের প্রাধ্যক্ষ ড. আশরাফুল আলম, লালন শাহ হলের প্রাধ্যক্ষ ড. ইকবাল হোছাইন, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ ড. অশোক কুমার চক্রবর্তী, খালেদাজিয়া হলের প্রাধ্যক্ষ ড. মোস্তফা কামাল, শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ ড. মিজানুর রহমান, প্রক্টর ড. মাহবুবর রহমান প্রমুখ।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, ‘ড. সাইফুজ্জামানের চিকিৎসার্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষক সমিতি একদিনের বেতন হিসাব করে প্রায় ছয় লাখ টাকার চেক উপাচার্যের হাতে তুলে দিয়েছি।’
উপাচার্য ড. আবদুল হাকিম সরকার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীদের নিয়ে আমাদের ইবি পরিবার। এই পরিবারের এক সদস্য ড. সাইফুজ্জামানের চিকিৎসার্থে আমরা এগিয়ে এসেছি। প্রয়োজনে আমরা আরো আর্থিক সহযোগিতা করব।’
গত ২০ মে কুষ্টিয়ার বটতৈল এলাকার শিশিরমাঠে ড. সাইফুজ্জামানের ওপর নৃশংস হামলা করে দৃর্বৃত্তরা। বর্তমানে তিনি ঢাকার অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।