মেননের বাড়ানো সময় অবৈধ
বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি থাকা অবস্থায় অধ্যক্ষ মঞ্জু আরা বেগমের চাকরির মেয়াদ দুই বছর বৃদ্ধি করেন। এই মেয়াদ বৃদ্ধিকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি জিনাত আরা বেগম ও বিচারপতি মো. হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
রিটকারীর আইনজীবী ইউনুছ আলী আকন্দ এনটিভি অনলাইনকে বলেন, ‘আদালত আদেশে বলেছেন, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে কর্মরত কোনো শিক্ষকের বয়স ৬০ বছর পার হলে তাঁর চাকরির মেয়াদ বৃদ্ধি করা যাবে না। কিন্তু চাকরির মেয়াদ শেষ হওয়ার পরও ২০১২ ও ২০১৩ সালে দুবার দুই বছরের জন্য রাশেদ খান মেনন সময় বর্ধিত করেন। তাই আদালত প্রাক্তন অধ্যক্ষ মঞ্জু আরা বেগমের চাকরির মেয়াদ দুই বছর বৃদ্ধি করাকে অবৈধ ঘোষণা করেছেন।’
আদালতে রিটের পক্ষে শুনানি করেন মো. ইউনুছ আলী আকন্দ এবং মঞ্জু আরার পক্ষে ছিলেন হাবিবুল ইসলাম ভুঁইয়া।
২০১৩ সালে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ পদে সময় বর্ধিত করাকে অবৈধ ঘোষণা করার নির্দেশনা চেয়ে রিট আবেদনটি দায়ের করা হয়। অধ্যক্ষ মঞ্জু আরা বেগম অবসরে গেলেও পরপর দুবার তাঁর চাকরির মেয়াদ বাড়ান বিদ্যালয় পরিচালনা পর্ষদের সে সময়ের সভাপতি রাশেদ খান মেনন।