পবিপ্রবিতে ভর্তি পরীক্ষা আগামীকাল
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে।
সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘এ’ ইউনিট, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ‘বি’ ইউনিট ও বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মো. মাহফুজুর রহমান সবুজ জানান, এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ১৯ জন। তিনটি অনুষদের ৬৫৭টি আসনের বিপরীতে মোট ১২ হাজার ৩৯ শিক্ষার্থী আবেদন করেছেন।
‘এ’ ইউনিটে (কৃষি, অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন, মাৎস্যবিজ্ঞান, দুর্যোগ ব্যবস্থাপনা ও নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদ) একটি আসনের বিপরীতে ১২ জন, ‘বি’ ইউনিটে (ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদ) একটি আসনের বিপরীতে ২৪ জন এবং ‘সি’ ইউনিটে (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ) প্রতি আসনের বিপরীতে ৬৪ পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.pstu.ac.bd) প্রকাশ করা হবে।