হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হারুনুর রশীদ জানান, শনিবার (১৭ জুন) বিকেলে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সন্ধ্যায় উভয়পক্ষই ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৬ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আহতরা হলেন, লাবিব, টিমম, সাদিক, ইসমাইল হোসেন, রায়হান, মুর্শেদ, কামরুজ্জামান, সজিব, সোহাগ, সাব্বির, সৌমিক, শরিফ, নাফিজ, রাসেল ও সালে আহম্মেদ। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে থমথমে অবস্থা বিরাজ করছে। সাধারণ ছাত্র-ছাত্রীরা আতঙ্কে রয়েছে।
প্রক্টর ড. হারুনুর রশিদ আরও জানান, ভুল বোঝাবুঝিতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত করতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।