গুলিস্তানে আ.লীগের শান্তি সমাবেশ, বাসস্ট্যান্ড ঢাবি ক্যাম্পাস
রাজধানীর গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে আসা নেতাকর্মীদের বাস রাখায় যেন স্টেশনে রূপ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। এতে ক্যাম্পাসের পরিবেশ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার (১২ জুলাই) দুপুর থেকেই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীসহ ঢাকার আশপাশের এলাকার নেতাকর্মীরা শান্তি সমাবেশে যোগ দিতে রিজার্ভ বাস নিয়ে আসতে থাকেন। এ অবস্থায় বিকেলের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও দোয়েল চত্বরসহ আশপাশের বেশকিছু এলাকায় গিয়ে দেখা যায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সারি সারি বাস রাস্তায় রাখা হয়েছে। যা অনেকটাই বাস স্ট্যান্ডের মতো পরিলক্ষিত হয়। এজন্য, রাস্তা দিয়ে অন্যান্য যানবাহন চলাচলেও মাঝেমধ্যে বিঘ্ন ঘটতে দেখা গেছে।
এ নিয়ে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ক্যাম্পাসের আশপাশে কোথাও কোনো সমাবেশ হলেই সবসময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে বাসস্ট্যান্ডের মতো ব্যবহার করা হয়। বহিরাগত দিয়ে ক্যাম্পাস ভরে যায় এবং এমনকি হাঁটাচলাতেও অস্বস্তিতে পড়তে হয়। যা বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু শিক্ষার পরিবেশ ও নিরাপত্তা প্রদানে প্রশাসনের ভূমিকা নিয়ে আমাদের প্রশ্ন তুলতে বাধ্য হতে হয়। আমরা এমন পরিবেশ আসলে কামনা করি না। ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে বহিরাগত ও ভারী যানবাহন নিয়ন্ত্রণ নিয়ে প্রশাসনের কাজ করা উচিত।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাকসুদুর রহমান বলেন, ‘আমাদের সিকিউরিটি সার্ভিলেন্স বক্সের কার্যক্রম শুরু হলেই এগুলো নিয়ন্ত্রণ করা যাবে বলে আশা করি। তখন আর এ ধরনের সমস্যা তৈরি হবে না।'