ঢাবির জগন্নাথ হল ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ১০ শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ১০ মেধাবী ও আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থী ‘জগন্নাথ হল ট্রাস্ট ফান্ড বৃত্তি’ লাভ করেছেন। আজ রোববার (১০ সেপ্টেম্বর) উপাচার্য লাউঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের হাতে এ বৃত্তির অর্থ তুলে দেন।
ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহা, সিনেট ও সিন্ডিকেট সদস্য এস এম বাহালুল মজনুন, সিনেট সদস্য মোহাম্মদ ইকবাল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপাচার্য বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বৃত্তিপ্রদানসহ এ রকম বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের সামাজিক সুরক্ষা দেওয়া হচ্ছে। এই বৃত্তির দ্বারা শিক্ষার্থীরা লেখাপড়ায় উৎসাহিত ও উপকৃত হবে।
এ সময় নৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করে দক্ষ ও সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে মানবসেবায় ও সমাজের উন্নয়নে অবদান রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান উপাচার্য।
বৃত্তিপ্রাপ্ত ছাত্ররা হলেন বিকম চন্দ্র সিংহ, ধ্রুব দত্ত অন্তর, সঞ্জিত রায়, সামসন বম, নিলয় মিত্র, মং সিং চিং মারমা, জয় গোলদার, জয়ন্ত ডালু, অকসই কুমার হাজং ও প্রিতম মণ্ডল।