ছাত্ররাজনীতিকে ঢেলে সাজানোর প্রয়োজন রয়েছে : ছাত্রলীগ সভাপতি
বাংলাদেশের ছাত্ররাজনীতিকে ঢেলে সাজানোর প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চতুর্থ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিয়ে সাদ্দাম হোসেন বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানভেদে ছাত্ররাজনীতির পার্থক্য থাকা প্রয়োজন। পাবলিক, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির একটা পার্থক্য থাকা উচিত। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিলেবাস, ক্যারিয়ার ও তাদের সার্বিক প্রয়োজনে ছাত্ররাজনীতি ঢেলে সাজানোর প্রয়োজন রয়েছে।’
ছাত্রলীগ সভাপতি আরও বলেন, ‘ছাত্রলীগের শক্তিকে বিকেন্দ্রীকরণ নয়। এই শক্তিকে ছড়িয়ে দেওয়ার জন্য সম্মেলনের আয়োজন করা হয়। তবে, ক্ষমতার পলিসি নয়, জ্ঞানের চর্চা করাই হচ্ছে ছাত্রলীগের মূল উদ্দেশ্য।’
এর আগে প্রায় সাত বছর পর আজ রুয়েট ছাত্রলীগের চতুর্থ সম্মেলন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সম্মেলনটি উদ্বোধন করেন সাদ্দাম হোসেন। শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, বেলুন-ফেস্টুন এবং পায়রা উড়িয়ে সম্মেলনস্থলে প্রবেশ করেন অতিথিরা। পরে সম্মেলনের প্রথম অধিবেশন শেষে রুয়েট ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে রুয়েট ছাত্রলীগ সভাপতি ইশফাক ইয়াসশির ইপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মাহাফুজুর রহমান তপুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্ণা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।