ঢাবিতে আখতার হোসেনের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আত্মপ্রকাশ করা নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির (ডিএসএফ) আহ্বায়ক ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ অভিযোগের তীর ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারীদের দিকে দিচ্ছেন ডিএসএফের কর্মীরা। হামলায় আখতার হোসেনসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
আজ বুধবার (৪ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে ঢাবির টিএসসি থেকে শহীদ মিনার রোডে পরমাণু কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীসূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে সংগঠনটির আত্মপ্রকাশের ঘোষণা দিয়ে এবং ক্যাম্পাসে একটি মিছিল করার পর টিএসসি থেকে আখতার হোসেনসহ কয়েকজন শহীদ মিনারের দিকে যাচ্ছিলেন। এমন সময় পরমানু কেন্দ্র পর্যন্ত পৌঁছালে পেছন থেকে কয়েকটি মোটরসাইকেলে করে এসে কিছু লোক আখতার হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। আখতারের সহযোগীরা ঠেকাতে এলে তাদের ওপরও হামলা চালায় তারা।
আহতরা হলেন–গণতান্ত্রিক ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, যুগ্ম সদস্য সচিব আসাদুল্লাহ আল গালিব, ঢাবি কমিটির সদস্য নিশিতা জামান নিহা, যুগ্ম আহ্বায়ক ফয়সাল হাসান প্রমুখ।
ঘটনার বিষয়ে গণতান্ত্রিক ছাত্রশক্তির সদস্য সচিব মো. নাহিদ ইসলাম বলেন, ‘গণতান্ত্রিক ছাত্রশক্তির উদ্বোধন কর্মসূচি ও পদযাত্রা থেকে ফেরার পথে পরমাণু শক্তিকেন্দ্রের সামনে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব আসাদুল্লাহ আল গালিব, ঢাবি কমিটির সদস্য নিশিতা জামান নিহা, যুগ্ম আহ্বায়ক ফয়সাল হাসান, সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ, সদস্য সুমনা শারমিন, যুগ্ম আহ্বায়ক নুসাইবা তাসনিম সাবা, যুগ্ম সদস্য সচিব আব্দুল হান্নান মাসউদ ও সদস্য সাদিয়া ইয়াসমিন ঐতিহ্যের ওপর ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত কিছু নেতাকর্মী একযোগে হামলা চালায়।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘আখতার হোসেনসহ আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং হামলায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।’
গণতান্ত্রিক ছাত্রশক্তির উপদেষ্টা তুহিন খান নামে একজন বলেন, ‘গণতান্ত্রিক ছাত্রশক্তির আত্মপ্রকাশ প্রোগ্রামের পর টিএসসিতে আহ্বায়ক আখতার হোসেনের ওপর হামলা হয়। হামলা থামাতে গিয়ে ‘সিলসিলার লুৎফর রহমানসহ দলের আরও অনেক নেতাকর্মী আহত হয়। প্রাথমিক তথ্য মোতাবেক হামলাকারীরা জসীমউদ্দিন হল ও জগন্নাথ হলের ছাত্রলীগের অনুসারী।’
হামলার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ‘আমাদের কর্মীরা আখতারকে কেন মারতে যাবে? ওরা ডাকসুর সামনে সংবাদ সম্মেলন করেছে। আমাদের কেউ একটা টু শব্দ পর্যন্ত করেছে কি? করেনি। তাদেরকে কোনরকম বাঁধা দেওয়া হয়নি। আর তারা নুরের দল থেকে আলাদা হয়েছে, তাদেরকে মেরে আমাদের কী-বা রাজনৈতিক স্বার্থ হাসিল হবে? আখতার এর আগে আমার কাছে সহযোগিতা চেয়েছিল। আমিও বলেছি ঠিক আছে, সহযোগিতা করব।’