রাবির ১১ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শৃঙ্খলাভঙ্গের দায়ে ১১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এরমধ্যে একজনকে স্থায়ী ও বাকি ১০ জনকে সাময়িক বহিষ্কার জন্য সুপারিশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে আয়োজিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। শৃঙ্খলা কমিটির একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। সভায় বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে কয়েকজনের হলের আবাসিকতা বাতিল এবং সতর্ক করতেও বলা হয়েছে।
নামপ্রকাশ না করা শর্তে শৃঙ্খলা কমিটির একাধিক সদস্যরা জানান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে চলতি বছরের গত ১২ ফেব্রুয়ারি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কৃষ্ণ রায়কে মারধর এবং ‘শিবির’ আখ্যা দিয়ে হত্যার হুমকির ঘটনায় অভিযুক্ত দুজনের ছাত্রত্ব সাময়িক বাতিলের জন্য সুপারিশ করা হয়েছে। একইসঙ্গে অনাবাসিক শিক্ষার্থী হওয়ায় তাদেরকে দ্রুত হল থেকে অপসারণের সুপারিশ করা হয়েছে।
তারা আরও জানান, ২০২২ সালের জুনে আইন বিভাগের এক শিক্ষিকার সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে একই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আশিকুল্লাহর বিরুদ্ধে। সেসময় তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। পরে, সেই অভিযোগের ভিত্তিতে আজ তাকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
গত বছরের ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের এক শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় আইবিএর এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। এ ছাড়া চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে একজনকে সাময়িকভাবে বহিষ্কারের জন্য সুপারিশ করেছে শৃঙ্খলা কমিটি।
এ বিষয়ে শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক বলেন, ‘আজকের শৃঙ্খলা কমিটির সভায় বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে অপরাধের মাত্রা অনুযায়ী আবাসিকতা বাতিল, সাময়িক ছাত্রত্ব বাতিল ও সতর্ক করার সুপারিশ করা হয়েছে। আগামী সিন্ডিকেট সভায় বিষয়গুলো উত্থাপন করা হবে।’