নানির মৃত্যুতেও বাড়ি ফেরা হলো না ঢাবি ছাত্রদলনেতার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. তানভীর হাসানকে ছাত্রলীগ ও যুবলীগ কর্তৃক ধরে নিয়ে মারধরের পর পুলিশে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযোগ করা হয়।
ছাত্রদলসূত্রে জানা যায়, গতকাল রোববার দুপুরে গ্রামের বাড়িতে তানভীর হাসানের নানি মারা যান। সন্ধ্যায় বাড়ি ফেরার কথা ছিল তাঁর। কিন্তু বিকেল ৪টায় শাহবাগ এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মসূচি শেষ হলে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা তাঁকে তুলে নিয়ে যায়। পরে নির্যাতন করে পুলিশে হস্তান্তর করে। পুলিশ তাঁকে আটক করে জেলহাজতে পাঠায়।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদকের পাঠানো এক সংবাদ বিবৃতিতে সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, গতকাল দুপুরে সূর্য সেন হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. তানভীর হাসানের নানি গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সন্ধ্যায় বাড়ি ফেরার কথা ছিল তাঁর। বিকেলে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা তাঁকে তুলে নিয়ে যায় এবং নির্যাতন করে পুলিশে হস্তান্তর করে। নানিকে বিদায় জানানোর সুযোগ না দিয়ে বাকশালী পুলিশ নিরপরাধ তানভীরকে আটক করে।
জানা যায়, পুরোনো একটি মিথ্যা মামলায় নাম জড়িয়ে গ্রেপ্তার দেখানো হবে তানভীরকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর অভিভাবক বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বারবার যোগাযোগ করে মানবিক দিক বিবেচনা করে পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ করলেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বরং মিথ্যা আশ্বাসে কালক্ষেপণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন অমানবিক আচরণ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আরেক কলঙ্কজনক অধ্যায়।
নেতারা আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আবারও প্রমাণ করল তারা ক্ষমতার লোভে অন্ধ হয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা করছে। যেহেতু বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের কল্যাণের জন্য নয় তাই আমরা এই ক্ষমতালোভী অমানবিক প্রশাসনের অনতিবিলম্বে পদত্যাগ দাবি করছি। পুলিশের এহেন আচরণ ও নির্মমতার নিন্দা জানাচ্ছি এবং তানভীরের শোক সন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।’
তাঁরা বিবৃতিতে আরও বলেন, ‘গ্রেপ্তার-নির্যাতন করে ছাত্র-জনতার ন্যায্য গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না। শিগগিরই গণঅভ্যুত্থানের মাধ্যমে অবৈধ সরকার হটিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করা হবে ইনশা আল্লাহ।’