বিতর্ক প্রতিযোগিতায় টানা ছয়বার চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ
ঢাকার চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে দেশের আটটি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে ইডেন কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আজ শনিবার (২৫ নভেম্বর) সকালে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ নিয়ে টানা ছয়বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কলেজটি।
ফাইনাল পর্বে সংসদের প্রস্তাবনা ছিল ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বেসরকারি খাতের ভূমিকাই মুখ্য’। ভিক্টোরিয়া কলেজের হয়ে অংশগ্রহণকারী বিতার্কিকরা হলেন আলিমুল হক আজাদ (বিরোধীদলীয় নেতা), অভিষেক কর (উপনেতা), সোহাগ হোসেন (সাংসদ)। অতিরিক্ত বিতার্কিক হিসেবে ছিলেন প্রমী দেবনাথ ও মুশফিকা নওশিন।
এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি। বিশেষ অতিথি ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
এসময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক কাজী মুজিবুর রহমান, বাংলা বিভাগের অধ্যাপক মশিউর রহমান ভুঁঞা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাফিউল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ছানাউল্লাহ প্রমুখ। বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের হাতে দুই লাখ টাকার চেক ও চ্যাম্পিয়নট্রফি তুলে দেওয়া হয়।