এইচএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন শুরু
এইচএসসি ও সমমান পরীক্ষায় ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়েছে। আজ সোমবার (২৭ নভেম্বর) থেকে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন শুরু হয়। ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই কার্যক্রম।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এ এম এম মুজিবুর রহমান বলেন, প্রকাশিত ফলাফলে কেউ সংক্ষুব্ধ বা অসন্তষ্ট হলে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে ঘরে বসেই আবেদন করা যাবে। বোর্ড তার উত্তরপত্র যাচাই-বাছাই করে আবেদন নিষ্পত্তি করবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে ফল পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়ার বিস্তারিত জানানো হয়েছে। এতে বলা হয়, শুধুমাত্র টেলিটকের প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।