রাজু ভাস্কর্যে ছাত্রলীগের দেওয়া কালো কাপড় অপসারণ করল ছাত্র ইউনিয়ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে ছাত্রলীগের দেওয়া কালো কাপড় সরিয়ে দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আজ শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি দীপক শীলের নেতৃত্বে নেতাকর্মীরা কালো কাপড় ছিঁড়ে ফেলে।
এসময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক রেজোয়ান হক মুক্ত, সহকারী সাধারণ সম্পাদক প্রীতম ফকির, ঢাকা মহানগনের সাধারণ সম্পাদক লাভলী হক, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সৌরভ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে সংগঠনটির সভাপতি দীপক শীল বলেন, ‘ছাত্রলীগ সকল রাজনৈতিক শিষ্টাচার উপেক্ষা করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে কালো কাপড় দিয়ে মুড়ে দিয়েছিল। যা শহীদ রাজুর সংগঠন ছাত্র ইউনিয়নসহ সকল প্রগতিশীল সংগঠন এবং মুক্তমনা মানুষকে আহত করেছে। আমরা আজ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের কবল থেকে শহীদ রাজুর ভাস্কর্য অবমুক্ত করেছি। ভবিষ্যতে ছাত্রলীগ এ ধরনের কর্মকাণ্ড করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’
এর আগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় প্রগতিশীল ছাত্র জোট কর্তৃক রাজু ভাস্কর্যে ছাত্রলীগের স্থাপিত প্রধানমন্ত্রীর ছবি সংবলিত মেট্রোরেলের অস্থায়ী বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ এনে ভাস্কর্যটি কালো কাপড়ে ঢেকে দেয় ছাত্রলীগ। যার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হন প্রগতিশীল বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, ১৯৯২ সালে ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষের মধ্যে সন্ত্রাসের বিরুদ্ধে টিএসসি এলাকায় মিছিল বের করেছিলেন গণতান্ত্রিক ছাত্র ঐক্যের একদল নেতাকর্মী। ওই মিছিলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা মঈন হোসেন রাজু। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে টিএসসিতে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য স্থাপিত হয়। বিভিন্ন উৎসব ছাড়াও যে কোনো জাতীয় অর্জন বা উদ্যাপনে রাজু ভাস্কর্যের সামনে সমবেত হন শিক্ষার্থীরা।